মেসিকে হত্যার পর নেইমারের গলায় আইএস\’র ধারালো অস্ত্র

কিছুদিন আগে লিওনেল মেসিকে রক্তাক্ত ছবিসহ পোস্টার প্রকাশ করে বিশ্বকাপে ত্রাস ছড়ানোর হুমকি দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এবার তারা ব্রাজিলিয়ান তারকা নেইমারের ছবিসহ পোস্টার ছড়িয়ে আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানোর পুনরায় হুমকি দিল।

আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন নতুন করে নেইমার ও মেসির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, মেসিকে হত্যার পর নেইমারের গলায় ধারালো অস্ত্র ধরে রাখা হয়েছে। আর পাশে লেখা ‘আমরা যতদিন আছি, তত দিন নিরাপদে থাকে দিব না। ’

উল্লেখ্য কিছুদিন আগে আইএস এক চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার প্রকাশ করে। আর পাশে লেখা থাকে জাস্ট টেররিজম। এর পাশাপাশি ভয়াবহ আরও ছবি ছড়ায় সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। আবার কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তলসহ ছবি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top