এসি মিলানকে হারিয়ে ফাইনালের কাছাকাছি ইন্টার মিলান

রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান সবচেয়ে সফল ক্লাব। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্টার মিলান কখনোই এসি মিলানকে হারাতে পারেনি। তার ওপর খেলাও ছিল মিলানের ঘরের মাঠ সান সিরোতে। সব পরিসংখ্যান, সব সম্ভাবনা যখন মিলানের পক্ষে তখনই প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে নিল ইন্টার মিলান।

বুধবার (১০ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে দুটো গোল করেন এদিন জেকো এবং হেনরিখ মিখিতারিয়ান।

প্রতিপক্ষের মাঠে এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়েই ফেলল ইন্টার। দ্বিতীয় লেগের খেলায় ১৭ মে ঘরের মাঠে লড়বে সিমোন ইনজাঘির শিষ্যরা। সেই ম্যাচে জিতলে ১৩ বছর পর আবারও ইউরোপ সেরা লিগের ফাইনালে খেলার গৌরব অর্জন করবে মিলানের দলটি।

ঘরের মাঠে মিলানকে শুরুতেই স্তব্ধ করে দেয় ইন্টার। শুরু থেকেই আধিপত্য দেখানো দলটি প্রথম দুটি শটেই সাফল্য পেয়ে যায়। অষ্টম মিনিটে সতীর্থের কর্নারে ছয় গজ বক্সের বাইরে বাঁ পায়ের চমৎকার ভলিতে প্রথম গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড জেকো।

উৎসবটা শেষ হতে দেননি মিখিতারিয়ান। প্রথম গোলের তিন মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার। ফেদেরিকো দিমারকো পাস পেয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার।

ব্যবধানটা কিছুক্ষণের মধ্যেই আরও বড় হতে পারতো। তবে হাকান কালহানোগলু সুযোগ হাতছাড়া করেন। এরপর নিকোলো বারেল্লার শট ফিরিয়ে দেন মিলান গোলরক্ষক। একবার পেনাল্টিও পেয়েছিল ইন্টার। তবে ভিএআরে রিপ্লে দেখে সে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।

প্রথমার্ধে কোনো জোরালো আক্রমণ করতে না পারা মিলান দ্বিতীয়ার্ধে শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে বেশকিছু ভালো সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি দলটি। সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে মিলান গোলরক্ষকের বাধা পেরোতে পারেনি অতিথিরা। ম্যাচের বাকিটা সময় কেউই গোলের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।