পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপের কোনও ম্যাচ ভারত খেলবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একথা স্পষ্ট করে দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানায়, টুর্নামেন্ট যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু পাকিস্তান তাদের সাংগঠনিক অধিকার না ছেড়ে ভারতকে প্রস্তাব দেয়, ভারতের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ ভেন্যুতে করার। আজ সোমবার ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জানা গেছে, অন্য কয়েকটি দেশও ভারতের পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তানে না খেলার পক্ষপাতী। ফলে, অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের এশিয়া কাপ ক্রিকেট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি জয় শাহ সোমবার জানান, ভারত অন্যত্র নিজেদের ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী নয়। পাকিস্তানে গিয়ে খেলার তো প্রশ্নই ওঠে না।
উল্লেখযোগ্য, পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেয়ার প্রশ্নে ভারত দীর্ঘদিন দেশটির সঙ্গে ক্রীড়াসম্পর্ক রদ করেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাদ, শোয়েব আখতার ভারতের ভূমিকার নিন্দা করেছেন।