টুইটারের আগের নিয়ম অনুযায়ী ব্লু টিকের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হতো না। কিন্তু ইলন মাস্ক প্ল্যাটফর্মটির দায়িত্ব নেয়ার পর নিয়ম বদলে যায়। সিদ্ধান্ত হয়, যারা নামের পাশে ব্লু টিক রাখতে চান, তাদের অর্থ পরিশোধ করতে হবে। সম্প্রতি টুইটারের নতুন এ নিয়ম কার্যকর হয়েছে। এ কারণেই মূলত রোনালদো-সাকিবরা টুইটারে ব্লু টিক হারিয়েছেন।
ব্লু টিক হারানোর তালিকায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থেকে শুরু করে বড় বড় তারকারা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, যারা আগেভাগেই এই টাকা দিয়ে রেখেছিলেন, টুইটারে তাদের নামের পাশের ব্লু টিক চিহ্ন রয়েছে।
জানা গেছে, এখন থেকে ব্লু টিকের জন্য বাংলাদেশি মুদ্রায় মাসে প্রায় সাড়ে ৮শ’ টাকা খরচ করতে হবে। তবে কোনো সংস্থার ক্ষেত্রে পরিমাণটা আরও অনেক বেশি। সেক্ষেত্রে গুনতে হবে এক লাখেরও বেশি টাকা।