আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

নখদন্তহীন বোলিংয়ের পর ছন্নছাড়া ব্যাটিং। তাতে আইরিশরা লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারল না। ফলস্বরূপ ইনিংস এবং ২৮০ ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হারতে হলো। তাতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

গল স্টেডিয়ামে প্রথম টেস্টে চার সেঞ্চুরিতে রান পাহাড়ে চেপে বসে শ্রীলঙ্কা। প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫৯১ রানে। জবাবে ১৪৩ রানে গুটিয়ে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। ফলোঅনে নেমে সফরকারীরা থামে ১৬৮ তে। একই ভেন্যুতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে তারা।

আজ মঙ্গলবার ১৩ উইকেট হারায় আইরিশরা। ৭ উইকেটে ১১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে তারা। এদিন ৭.৩ ওভারে শেষ ৩ উইকেট হারিয়ে ফলোঅনে ফের ব্যাটিংয়ে নামে সফরকারীরা এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। পাঁচ টপ-অর্ডার ব্যাটারদের হারায় মোটে ৪০ রানে!

শুরুর সেই ধাক্কা সামলে নিতে পারেনি পঞ্চম টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড ক্রিকেট দল। হ্যারি টেক্টর (৪২), কার্টিস ক্যাম্ফার (৩০), জর্জ ডকরেল (৩২), অ্যান্ডি ম্যাকব্রায়েন (১০) এবং মার্ক অ্যাডায়ারের (২৩*) ব্যাটেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি আইরিশরা।

ম্যাচসেরা হয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। বাঁহাতি লঙ্কান স্পিনার দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৫২ রান খরচায় ৭ আইরিশ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকারের বিপরীতে প্রবাথ খরচ করেছেন ৫৬ রান।