রোনালদোর দ্বিগুণ বেতনে সৌদি ক্লাবে মেসি যাওয়ার সম্ভাবনা

চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ। সাম্প্রতিক কিছু ঘটনায় পিএসজির ওপর বিরক্ত মেসি চুক্তি বাড়াবেন না, ইউরোপীয় গণমাধ্যমগুলো সেটি একপ্রকার নিশ্চিত করেই বলছে। নতুন ক্লাব হিসেবে বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়কে নিতে চাইছে অনেকেই। তবে জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন সূত্রের বরাত দিয়ে দাবি করছে, সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার সম্ভাবনাই নাকি বেশি মেসির।

একটি সূত্র ইএসপিএনকে বলেছে, মেসির সৌদি আরবের ক্লাবে খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে। গত মাসে ভ্রমণ শুভেচ্ছাদূত হিসেবে সৌদি আরবে গিয়েছিলেন এলএমটেন। সৌদি লিগে মেসির খেলার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল হিলাল আবার সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের শহর প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিকভাবেও দল দুটিকে প্রতিদ্বন্দ্বী ভাবা হয়।

গোল.কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে প্রায় দ্বিগুণ বেতনে মেসির কাছে প্রস্তাব এসেছে। ১৭৭ মিলিয়ন ইউরোতে আল নাসরে যোগ দিয়েছিলেন সিআরসেভেন। যেখানে মেসিকে ৩৫০ মিলিয়ন ইউরোতে আনতে চাইছে আল হিলাল।

রোনালদোর আল-নাসরে যোগ দেয়ার পর সৌদি আরবের ফুটবলে নজর রাখতে শুরু করেছেন বিভিন্ন দেশের ভক্তরা। তাদের ফুটবল জৌলুসও বেড়েছে। এবার মেসিকে এনে সেটি আরও জোড়ালো করতে চায় দেশটি। কারণ, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে মরিয়া তারা।

আল হিলালের বর্তমান কোচ আবার সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড র‌্যামন দিয়াজ। এই ক্লাবটি এসিয়ান চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল ক্লাব। ২০২১ সালে হওয়া সর্বশেষ আসরেও চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

সংবাদ সূত্রঃ ইএসপিএন