বৃষ্টির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। খেলা হবে ১৭ ওভার। শুরু হবে বেলা ৩টা ৪০ মিনিটে। টস জিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে যথাসময়ে টস হয়েছিল। কিন্তু তার পরপরই ঝড়ো বৃষ্টি শুরু হয়। ফলে নির্ধারিত সময়ে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
আজকের ম্যাচ জিতলেই সিরিজ হবে বাংলাদেশের। প্রথম ম্যাচও বৃষ্টিবিঘ্নিত ছিল। বৃষ্টি আইনে বাংলাদেশ ২২ রানে ম্যাচ জিতেছিল। বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি আসে। পরে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ১০৪ রানের টার্গেট দেওয়া হয়েছিল। তারা করতে পেরেছিল ৫ উইকেটে ৮১ রান।