সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রামে ইংল্যান্ড ‘বধ’

চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের উর্বর ভূমি। এই চট্টগ্রামেই নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে একদিনের ম্যাচেও প্রথম জয় এসেছে চট্টগ্রামেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচটিও ছিল বন্দরনগরীতে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে পাওয়া একটি জয়ও এসেছে সাগরিকা থেকে। সেই চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে নিজেদের সাফল্যের ঝুড়ি আরও ভারী করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে আগেই সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ড এবার থেমে যায় ১৯৬ রানে। এই জয়ের ফলে বাংলাদেশ সিরিজ হারলেও হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।