সাগরিকায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। আজকের ম্যাচ হারলেই ধবল ধোলাই। তাইতো তামিমদের চাওয়া যেকোনো মূল্যে ধবল ধোলাই এড়ানো। সেই লক্ষ্যে টস জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজকের ম্যাচটি ইংল্যান্ডের কাছে আনুষ্ঠানিকতা হলেও তামিমরা দেখছে গুরুত্বের সঙ্গে।

কারণ ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে তারা সিরিজ খুঁইয়ে বসেছে।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার এবাদত হোসেন।

ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। অভিষেক হয়েছে লেগস্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদের। তাছাড়া ফিরেছেন জোফরা আর্চার, ও ক্রিস ওকস।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।