শান্ত’র ফিফটিতে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। শান্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন। বাঁহাতি এই ওপেনারের ব্যাটেই মূলত মান রক্ষা হয় বাংলাদেশের। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট।

আজ বুধবার (০১ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপর টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫১ রানে। মার্ক উডের বলে স্টাম্প ভাঙে অধিনায়ক তামিম ইকবালের। এরপর একে একে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১৭ ও সাকিব ৮ রানে আউট হন।