শনিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তাসকিন বলেন, ‘প্রথম দিকে তারা (মুলতান সুলতানস) আমাকে ১৭ ফেব্রুয়ারি থেকে তিনটি ম্যাচের জন্য চেয়েছিল। পরে আমি ফিজিওর সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে, আমি যেতে পারি তবে আমি আরও কিছুটা প্রশিক্ষণ নিলে ভাল হবে।’
ফিজিওর কথায় তাসকিন পিএসএলের প্রস্তাবটি নিয়ে ভাবেন। তিনি বলেন, ‘এখন আমি ভালো আছি এবং চাইলে আমি যেতে পারতাম এবং খেলতেও পারতাম। কিন্তু ফিজিওর সাথে কথা বলার পর আমি বোর্ডকে এ বিষয়ে আর অবহিত করিনি। কারণ আমি গুরুত্বপূর্ণ সিরিজের (ইংল্যান্ডের বিপক্ষে) আগে ভালো প্রশিক্ষণ নিতে চেয়েছিলাম।’
এরপর তিনি পিএসএল মিস করে অনুতপ্ত নন বলেও জানান। ‘এটা কয়েকটা ম্যাচের ব্যাপার। কিন্তু পিএসএল খেলে আমি ইংল্যান্ড সিরিজ মিস করলে খারাপ লাগত। যেহেতু আমি ইনজুরি থেকে সেরে উঠছি, এটা গুরুত্বপূর্ণ যে আমি পুরোপুরি ফিট হয়েছি কিনা। আর তাই পিএসএল মিস করার জন্য আমার কোনো অনুশোচনা নেই।’
এদিকে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বের সময় তাসকিন তার বাম পায়ে আঘাত পান। ফলে ঢাকা ডমিনেটরদের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। পরবর্তীতে বিসিবি মেডিকেল টিম তার জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা তৈরি করে। যাতে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন।
সংবাদ সূত্রঃ ক্রিকবাজ