আঙুলে মলম লাগিয়ে বিতর্কের মুখে রবীন্দ্র জাদেজা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দেখা গেল মলম বিতর্ক। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ও সাবেক ক্রিকেটাররা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে অভিযোগ আনেন বল বিকৃতির। যদিও ধোপে টিকেনি সেই অভিযোগ।

আইসিসির ম্যাচ রেফারি এ নিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো শাস্তি দেওয়া হবে না ভারতের অলরাউন্ডারকে।

মূলত গত বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের ম্যাচ চলাকালীন দেখা যায় মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি মলম দিচ্ছেন জাদেজাকে। আর সেটা আঙুলে লাগাচ্ছেন বাঁহাতি স্পিনার। সেই ছবি অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম পোস্ট করে লেখে, ‘আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।’

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট প্রথম দিনের খেলার পর জাদেজা ও রোহিত শর্মাকে ডাকেন । ভারতীয় দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, জাদেজা কোনো ধরনের নিষিদ্ধ ওষুধ বা সেই জাতীয় কিছু লাগিয়ে বল বিকৃত করার চেষ্টা করেননি। তার আঙুলে এখনও ব্যথা রয়েছে। তাই ব্যথা কমানোর মলম লাগাচ্ছিলেন।

পরে পাইক্রফ্ট জানান, শুধুমাত্র ঘটনাটির ভিডিও দেখার জন্যেই তিনি ওই দুই ক্রিকেটারকে ডেকেছেন। শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্যই তার নেই।