নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে পর্তুগিজ মহাতারকা আলো ছড়াতে পারলেন না। বল নিয়ে মাঝে মধ্যে পায়ের কারিকুরি কিছুটা দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ম্যাচে পুরোটা সময় খেললেও তেমন প্রভাব তিনি রাখতে পারলেন না। আল নাস্রের জার্সিতে পর্তুগিজ মহাতারকার অভিষেকটা হলো তাই সাদামাটা।
তার দল অবশ্য জয়ের হাসি হেসেছে। সৌদি প্রো লিগে রোববার ইত্তিফাকের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আল নাস্র।
ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের শেষ দিন আড়াই বছরের চুক্তিতে আল নাস্রে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের জার্সিতে শুরুতে খেলতে পারেননি তিনি। এর মাঝেই অবশ্য সৌদি আরবের ফুটবলে অভিষেক হয়ে যায় তার।
সৌদি আরবের দুই ক্লাব আল নাস্র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের অধিনায়ক হয়ে গত বৃহস্পতিবার পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেন রোনালদো। দল ৫-৪ ব্যবধানে হারলেও নিজে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ৩৭ বছর বয়সী তারকা।
ওই ম্যাচের পারফরম্যান্স আল নাস্রের জার্সিতে অভিষেকে টেনে আনতে পারলেন না সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ঘরের মাঠ মারসুল পার্কে এ দিন দলের অধিনায়কের দায়িত্ব পান রোনালদো। সপ্তম মিনিটে একটি সুযোগও পান তিনি। বক্সের সামনে থেকে তার শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। পরে ফ্রি-কিকে উড়িয়ে মারেন বল।
৩১তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন আন্দেরসন তালিসকা। সতীর্থের ক্রসে বক্সে রোনালদো হেডের চেষ্টায় লাফিয়ে বলের নাগাল পাননি। তার পেছনেই দাঁড়ানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার হেডেই বল জালে পাঠান।