মাশরাফির অধিনায়কত্বে মুগ্ধ ইমাদ ওয়াসিম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রীতিমতো উড়ছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে সিলেট। প্রতিটি ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের অধিনায়ক মাশরাফি।

সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নিয়েছে সিলেট। মাশরাফির নেতৃত্ব গুনে মুগ্ধ দলের প্রতিটি খেলোয়াড়। এবার মাশরাফির অধিনায়কত্বে নিজের মুগ্ধতার কথা জানালেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাশরাফি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার থেকে আপনি এর চেয়ে ভালো কী প্রত্যাশা করতে পারেন। সে ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। তিনি ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।’

ইমাদ আরও বলেন, ‘তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকেও বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন তিনি।’