বাংলাদেশ দল শুরু থেকেই ছিল উজ্জ্বীবিতও। সাকিব আল হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট নেওয়ার পর আরও চাঙ্গা হয়েছে দল। অন্যদিকে চার উইকেট হারিয়ে বিপকে পড়েছে ভারত।
ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে জয়ের জন্য ভারতকে ১৪৫ রানের টার্গেট দেয় টাইগাররা।
এ ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। তার ইনিংসটি সাজানো ৭ চারে। ৫১ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। নুরুল হাসানের উইলো থেকে আসে ৩১ রান। আর সমান ৩১ করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল শিকার করেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ তুলে নেন ২টি করে উইকেট।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সূচনাতেই ধাক্কা খেয়েছে ভারত। ২৩ ওভার শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছে সফরকারীরা। শুরুতেই লোকেশ রাহুলকে তুলে নেন সাকিব আল হাসান।
খানিক পর চেতশ্বর পূজারাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। সেই রেশ না কাটতেই শুভমান গিলকে বিদায় করেন তিনি। এতে চাপে পড়ে টিম ইন্ডিয়া। দলীয় ৩৭ রানে বিরাট কোহলিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৮৪ রান করেন পয়েট অব ডায়নামো মুমিনুল হক।জবাবে ৩১৪ রান করে ভারত। তাদের হয়ে রিশভ প্যান্ট ৯৩ এবং শ্রেয়াস আইয়ার করেন ৮৭ রান।