সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশ ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে। ঢাকায় দ্বিতীয় টেস্টে সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সকাল ৯টা ৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরের উইকেট দেখেই টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। এই দুই ঘন্টা দেখেশুনে পার করতে পারলে আরও ভালো করা যাবে। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো। এছাড়া শেষের দিকে স্পিনারদেরও সাহায্য করবে উইকেট।’

টস হেরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। উইকেটটা অবশ্য একটু বিভ্রান্তিকর ;লাগছে। এই পিচ থেকে আসলে কী আশা করা যাবে সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।’

এ মুহূর্তে ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।

Scroll to Top