আট নাম্বারে নেমে মিরাজের যতো অবিশ্বাস্য কীর্তি

২০২২ সালটি মেহেদি হাসান মিরাজের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ভারতের বিপক্ষে সেঞ্চুরি, অসাধ্য সাধন কিংবা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ইনিংস। মিরাজ এবার যেটি করেছেন তাতে নিজেকে নিয়েছেন সেরাদের কাতারে।

গতকাল বুধবার (৭ ডিসেম্বর) ভারতের বিপক্ষে মিরাজের অসাধারণ এক সেঞ্চুরিতেই বাজিমাত। এতেই পৌঁছে গেছে অন্যরকম৷ এক ডাবলে।

দ্বিতীয়
ভারতের বিপক্ষে আট নাম্বারে নেমে সেঞ্চুরি দেখা পেয়ছেন মিরাজ। এতেই আয়ারল্যান্ডের সিমি সিংয়ের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে আট নাম্বারে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন মিরাজ।

২০২
ষষ্ঠ উইকেট পতনের পর বাংলাদেশ সংগ্রহ করেছে ২০২ রান। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ উইকেট পতনের পর শেষ চার উইকেটে সবচেয়ে বেশী রান যুক্ত করার তালিকায় এটি চতুর্থ স্থানে। এরআগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২১৩ রান সংগ্রহ করেছিল।

১৪৮
মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে সপ্তম উইকেটে ১৪৮ রানের জুটি গড়েছেন রিয়াদ। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। এছাড়াও সবমিলিয়ে সপ্তম উইকেট জুটিতে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।

১৪.০৮
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ রানের জুটি। ভারতের বিপক্ষে নাসুম-মিরাজ ১৪.০৮ ইকোনমিকে পঞ্চাশ রানের জুটি গড়েছেন। এরআগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ও মুশফিকুর রহিম ১৬.২ ইকোনমিকে ৫৪ রানের জুটি গড়েছিলেন।

২৯৮
চলতি বছরে ৮ নাম্বারে নেমে মিরাজের রান ২৯৮। ২০০১ সালে জিম্বাবুয়ের হিথ স্ট্রিকের পর ৮ অথবা তার পরে নেমে ব্যাটিং করে এক ক্যালেল্ডার ইয়ারে সর্বোচ্চ রান। ২০০১ সালে স্ট্রিক ৪২৯ রান করেছিলো।

২০০০ ও ২০০
চতুর্থ বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। এর আগে মোহকা রফিক, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা এই রেকর্ডে নাম লিখিয়েছেন।