অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা নক-আউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা বিরতিতে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন গুডউইন। বক্সের মধ্যে এনজো মার্তিনেসের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। আত্মঘাতী গোল দেওয়া হয় মার্তিনেসের নামে।

এক গোল করার পর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়ার পুরো দল। ফলে প্রতি আক্রমণ থেকে একের পর এক সুযোগ আসে আর্জেন্টিনার কাছে। মেসির ক্রস থেকে গোল করার দু’টি সহজ সুযোগ নষ্ট করেন লাউতারো মার্টিনেস।

মেসির একটি শট একটুর জন্য বাইরে যায়। শেষ মিনিটে আর্জেন্টিনার গোলের সামনে বিপদ তৈরি হয়। ভাল জায়গায় বল পেয়ে যান অস্ট্রেলিয়ার কুয়োলো। কিন্তু তার শট দুর্দান্ত ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন মার্টিনেস। অন্যথায় কোয়ার্টার ফাইনালে উঠতে আরও অপেক্ষা করতে হতো মেসিদের।