আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় পোল্যান্ড

চলতি কাতার বিশ্বকাপে পোল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে গেছে। এতে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা নকআউটের টিকিট পেয়েছে। অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে মেক্সিকো ২-১ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবকে। তবে পয়েন্ট সমান হয়েও মেক্সিকো গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা পেয়েছে রবার্ট লেভানডফস্কির দল পোল্যান্ড।

মরুর বুকে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের তিন ম্যাচ শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকোর ও পোল্যান্ডের সমান ৪ পয়েন্ট। কিন্তু গ্রুপ পর্বের ৩ ম্যাচে পোল্যান্ড ২ গোল করার পাশাপাশি হজমও করেছিল ২টি। অন্যদিকে মেক্সিকো ২টি গোল দিলেও হজম করেছিল ৩টি। ফলে ১ গোলে এগিয়ে থেকে নকআউটে উঠে গেল ইউরোপের দেশটি।

মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। ফলে তারা ২ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। তবে সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করেও শেষ মুহূর্তে সৌদির কাছে একটি গোল হজম করে। ফলে ছিটকে যায় তারা। গ্রুপ পর্বে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছিল পোল্যান্ড। ফলে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেও পোল্যান্ড উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল সৌদি আরব। তবে পোল্যান্ডের মতো মেক্সিকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করলো সৌদি আরব। তবে মেক্সিকোর বিপক্ষে জয় পেলেই পোল্যান্ডকে পাশ কাটিয়ে পরের রাউন্ডে খেলত সৌদি আরব।