দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে আর্জেন্টিনা

হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে অপ্রতিরোধ্যভাবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা নিজেদের উজাড় করে দিয়েছে। দাপুটে জয়ে লিওনেল মেসিরা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর্জেন্টিনা কঠিন সমীকরণের অপেক্ষায় না থেকে সরাসরি জিতে পৌছালো বিশ্বকাপের দ্বিতীয়পর্বে।

পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় লা আলবেসিলাস্তারা। ২০ মিনিট পরে আরও একটি গোল পায় আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪ এ পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৪৮ মিনিটে গোল করে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন অ্যালিস্টার। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তিনি ক্রস করেছিলেন। গোল করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার।

পরে ম্যাচের ৬৮ মিনিটে গোল করলেন আলভারেস। মাঝমাঠ থেকে এনজো ফের্নান্দেসের পাস পেয়েছিলেন। ডান পাসে নিখুঁত শটে বল জালে জড়ালেন তিনি। স্কোর ২-০।

এর আগে পোল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি না লিওনেল মেসি। পেনাল্টি পেয়েও জালে পাঠাতে পারেননি বল। মেসির নেওয়া জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন পোলিশ গোলকিপার। আর তাতেই গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা।ি

ডি গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে পোল্যান্ডেরও। মেক্সিকো জিতলেও সৌদির কাছে একটি গোল হজম করায় গেহাল ব্যবধানে পিছিয়ে পড়ে বাদ পড়েছে মেক্সিকো। অন্যদিকে কপাল খুলেছে পোল্যান্ডের।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত মেসিদের। এখন দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ কে? সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সটিন খেলবে মেসিরা। আর বিশ্বকাপের সূচি অনুযায়ী ডি গ্রুপের রানার্সআপ দল খেলবে মেসিদের বিপক্ষে। সেই হিসাবে ডি গ্রুপের রানার্সআপ দল অস্ট্রেলিয়া। যে গ্রুপে শীর্ষ দল ফ্রান্স।

আগামী ৩ ডিসেম্বর শনিবার রাত ১ টায় আহমদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসিরা। সেখানে জিতলেই কোয়ার্টার ফাইনাল।