যুক্তরাষ্ট্রের সাথে পয়েন্টে ভাগ বসাল ওয়েলস

বিশ্বকাপ যত গড়াচ্ছে, মাঠে উত্তাপও বাড়ছে তত। আগের ম্যাচেই সাদিও মানে বিহীন নেদারল্যান্ডসকে বলতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয়েছে সেনেগালের কাছে। এবার যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচেও সেই উত্তাপ। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে। সেই সঙ্গে টিম ওয়েহ’র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

তবে বিপরীত চিত্র ছিল ওয়েলসে। ৬৪ বছর পর বিশ্বকাপে ফেরার ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেনি বেলরা। যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে নিজেদের সীমানা থেকে সেভাবে বেরই হতে পারছিল না ওয়েলস। এক গোলে পিছিয়ে থাকার পর সমতায় টানার দারুণ সুযোগ পেয়ে হাতছাড়া করেনি কয়েক প্রজন্ম পর দলকে বিশ্বকাপে তোলা গ্যারেথ বেল।