আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। বুধবার আবুধাবিতে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়েছে মেসি বাহিনী। এই জয়ের ফলে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল আলবিসেলেস্তেরা।
ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে এখন ইতালির পরেই তাদের অবস্থান। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে ড্র করলেই ইতালিকে টপকে নতুন বিশ্ব রেকর্ডের মালিক হবে লিওনেল স্কালোনির দল।
১০ অক্টোবর, ২০১৮ থেকে ৬ অক্টোবর ২০২১ পর্যন্ত সর্বোচ্চ টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। যার মধ্যে ৩০ টিতে জয় ও বাকি ৭ ম্যাচে ড্র করে তারা। স্পেনের কাছে হারের পর রেকর্ডটা আর এগিয়ে নিতে পারেনি। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৯ ড্র করে দুইয়ে আছে আর্জেন্টিনা।