দক্ষিণ আফ্রিকার সামনে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ পেয়েছে তারা। দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পেল ১৮৫ রানের বড় সংগ্রহ।
আজ বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। শুরুতেই তারা হারিয়ে ফেলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। ব্যাটিংয়ের মূল ভিত্তি দুই ব্যাটারকে হারিয়েও দিশেহারা হয়নি তারা
দলের পক্ষে হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দলকে এনে দেন বড় সংগ্রহও।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে অনভিজ্ঞ হারিসকে।