শান্তর ফিফটির সুবাদে বাংলাদেশের সংগ্রহ ১৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে বাংলাদেশ

আজ রোববার ব্রিসবেনে সুপার টুয়েলভে গ্রুপ টুতে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা মাঠে গড়িয়েছে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার শূন্য রানে বিদায় নেন। দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারবানির বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন এই বাঁহাতি।

পাওয়ার প্লেতে সৌম্য সরকারের পর লিটন দাসকেও হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারবানির দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন লিটন। স্কুপ খেলতে গেলে বল এই ব্যাটারের ব্যাটের কোনায় গিয়ে ওপরে উঠে যায়। স্লিপে থাকা টেন্ডাই চাতারা ক্যাচ লুফে নেন।

তৃতীয় উইকেট হিসেবে সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ১৩তম ওভারে শন উইলিয়ামসের বলে ফেরেন টাইগার অধিনায়ক। ২০ বলে একটি চারে ২৩ রান করেন তিনি। তৃতীয় উইকেটে তিনি ও নাজমুল হোসেন শান্ত ৪৪ বলে ৫৪ রান তোলেন।

সাকিবের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন। চলমান বিশ্বকাপেও এটি বাংলাদেশ দলের কোনো ব্যাটারের প্রথম ফিফটি। তবে এদিন দারুণ খেলা শান্ত ১৭তম ওভারে সিকান্দার রাজার বলে মাঠ ছাড়েন। ৫৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭১ রান করেন। শান্তর ফিফটির আগে বাংলাদেশ দলীয় শতক পায়।

শেষ ওভারে তিন উইকেট হারায় বাংলাদেশ। রিচার্ড এনগারাভার বলে বিদায় নেন মোসাদ্দেক হোসেন (৭)। স্লিপে ক্যাচ দেন চাতারাকে। এরপর রান আউট হন নুরুল হাসান সোহান। ইনিংসের শেষ বলে ১৯ বলে ২৯ রান করা আফিফ হোসেন এলবি হন।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে মুজারবানি ও এনগারাভা ২টি উইকেট নেন।

টুর্নামেন্টে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে দুদলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেখানে বাংলাদেশ দল একাদশে একটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে ঢুকেছেন ইয়াসির আলী। অপরদিকে জিম্বাবুয়ে একাদশে লুক জঙ্গোর পরিবর্তে টেন্ডাই চাতারা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজ রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।