টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল নয়টায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ইয়াছির রাব্বির বদলে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে দ. আফ্রিকা।

সিডনিতে উভয় দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের সুবাদে খানিকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন টাইগাররা। অন্যদিকে, জিম্বাবুয়ের সঙ্গে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়াতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরুর পর থেকে মাঝে মাঝেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। গতকাল মেলবোর্নে তো বৃষ্টির কারণে ভেসে গেল আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। আগের ম্যাচে বৃষ্টির সাহায্য নিয়ে আইরিশরা হারিয়েছে ইংল্যান্ডকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশ:

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।