আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে বড় চমক দিয়েছে থাইল্যান্ড।। পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে থাইল্যান্ড পৌঁছে এক বল হাতে রেখে। পাকিস্তানের বিপক্ষে এটিই থাই মেয়েদের প্রথম জয়।
জয়ের জন্য শেষ ওভারে ১০ রান লাগতো থাইল্যান্ডের, হাতে ৪ উইকেট। শেষ ওভারটি করতে আসেন পাকিস্তানের ডায়ানা বেগ। প্রথম বলটিই করেন ওয়াইড। এরপর বৈধ প্রথম বলে ১ রান নেয় থাইল্যান্ড। দ্বিতীয় বলে চার মারেন ব্যাটার রোসেনান। এরপর তৃতীয় বলে ডাবল নেন তিনি। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে টাই কেরন রোসেনান। আর পঞ্চম বলে এক রান নিয়ে থাইল্যান্ডকে ইতিহাস গড়ান বুচাথাম।
রান তাড়া করতে নেমে থাইল্যান্ডকে প্রায় একাই টেনেছেন ওপেনার নাথাকান চানথাম। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ১৭ রান।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার সিদরা আমিন ৫৬ রান করেন। এছাড়া মুনিবা আলী ১৫ ও নিদা দার ১২ রান করেন।