সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। ১১ বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতকে হারালো সাবিনারা। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছাল বাংলার মেয়েরা। সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।
আজ মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের থ্রো’তে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। ১০ মিনিট পরই কৃষ্ণা রাণী সরকারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।
ম্যাচের ৫৩ মিনিটে আবারও ভারতের জালে বল পাঠান স্বপ্না। এর ফলে বাংলাদেশ ৩-০ গোলে ব্যবধানে এগিয়ে যায়। এ লিড ধরে রেখেই মাঠ ছাড়েন গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে অধিনায়ক সাবিনার জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।