দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ক্লান্ত টিম ডিরেক্টর সুজন

আফগানিস্তান আর শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ দল এশিয়া কাপ মিশন শেষ করেছে ।

ছয়দলের মধ্যে সবার আগেই ব্যাগ গুছিয়ে আজ দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সাকিব আল হাসান আর তার দল। গণমাধ্যমকে এড়িয়েই ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের সদস্যরা।

বাংলাদেশ দলের সাথে আজ সব খেলোয়াড় ফিরলেও ফেরেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমিরাতেই রয়ে গেছেন ডিরেক্টর সুজন।

জানা গেছে, শরীর ও মন ভালো নেই টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। তার এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় মন-মেজাজ ভালো নেই। খালেদ মাহমুদ সুজন নিজেই সে কথা জানান।

গতকাল দুবাইতে পরিবার নিয়ে টিম হোটেল থেকে বেরোনোর সময় বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন ডিরেক্টর সুজন।

তখনই সুজন বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে গতকয়টা দিন। এখনই দেশে চলে যেতে পারলে ভালো হতো। পরিবার নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল ৪ সেপ্টেম্বর যাব। এদিকে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ নিজ দেশে।

বাংলাদেশ টাইগারদের ফেরার বিষয়ে জানা গেছে, আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে কয়েকদিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা।

উল্লেখ্য, আশার বাণী না শুনিয়েই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, শিরোপা জয় বা ফাইনালে ওঠা এবারের লক্ষ্য নয়; কারণ সুপার ফোরে ওঠাই অনেক বড় একটি পাওয়া হবে টাইগারদের। কারণ টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটের।

তবে অনন্ত একটি জয় আশা করেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দলের বাহিনী।

Scroll to Top