জয়টা আর এলো না টাইগারদের। ৪৩ রানের সময় ওয়েস্ট ইন্ডিজের ৩টি উইকেট তুলে নেওয়ার পর বাংলাদেশের কিছুটা আশার সঞ্চার হয়েছিল ঠিকই। কিন্তু সেই আশার পালে পানি ঢেলে দিয়েছেন অধিনায়ক নিকোলাস পুরান ও কাইল মায়ার্স। ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হলো টাইগাররা।
৪৩ রানের সময় তৃতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এর পরই জুটি গড়ে তোলেন পুরান ও কাইল মায়ার্স। দুজনের জুটি থেকে আসেন ৮৫ রান। ৩৮ বলে ৫৫ রান করে মায়ার্স যখন আউট হন, তার আগেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় সফরকারীরা। বাকি কাজটা শেষ করে আসেন পুরান। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান অধিনায়ক।
বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি উইকেট শিকার করেছেন। কিন্তু তিনি অনেক খরুচে ছিলেন আজ। ৪ ওভারে রান দিয়েছেন ৪৪! এছাড়া শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান ও আফিফ হোসেন একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।