ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খোয়ানোর শঙ্কায় পড়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার পরও বৃষ্টির কারণে শেষপর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
আজ ৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় গায়ানায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু\’দল। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে মাহমুদউল্লাহদের। তাহলে সিরিজ হবে ১-১। হারলে সিরিজ খোয়াতে হবে ২-০তে। গায়ানা থেকে আর কোনো ক্যারিবীয় দ্বীপে যেতে হচ্ছে না। টি-টোয়েন্টি ২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সব মিলিয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। রান তাড়া করা দল জিতেছে চারটি ম্যাচ। প্রথমে ব্যাট করা দল তিনটি জিতেছে।