বাংলাদেশ ক্রিকেট দল স্লো ওভার রেটের কারণে গুনলো জরিমানা। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা করা হয়েছে দলকে।
উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশের দলের ওপর স্লো ওভার রেটের অভিযোগ এনে এই শাস্তি দেন। আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদের ধারা অনুযায়ী, বাংলাদেশ দলকে ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় টি-২০তে দুই দল মুখোমুখি হবে।
প্রথম টি-২০ বৃষ্টির কারণে পণ্ড হয়। দ্বিতীয় টি-২০ ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় ৩৫ রানে। শেষ ম্যাচ হবে গায়ানায়। সিরিজ নির্ধারণী ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতে নিলেই নিশ্চিত করবে সিরিজ।
আগামীকাল বাংলাদেশ সিরিজ হার এড়াতে মাঠে নামবে। টি-২০ সিরিজ শেষ দুই দল গায়ানাতে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।