প্রথম ম্যাচে ছিল গোলের ছড়াছড়ি। দ্বিতীয় ম্যাচে এসে সেটাই হয়ে উঠল সোনার হরিণ। ম্যাচ জুড়ে আধিপত্য করলেও মালয়েশিয়ার রক্ষণে চিড় ধরাতে পারলেন না সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববারের প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
ড্র হলেও সিরিজ জয়ের আনন্দে ভাসল বাংলাদেশ। ফিফা ইন্টারন্যাশনাল উইমেন’স ফুটবল সিরিজ-২০২২ গোলাম রব্বানী ছোটনের দল জিতল ১-০ ব্যবধানে।
আগের ম্যাচে বড় ব্যবধানে হারা মালয়েশিয়া শুরু থেকে রক্ষণ রাখে জমাট। অপরিবর্তিত একাদশ নিয়ে নামা বাংলাদেশ কিছু ভালো আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি তারা।
অষ্টম মিনিটে আঁখির জোরাল শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরান। একাদশ মিনিটে মনিকা চাকমার নিচু ক্রসে ছোট বক্সের ভেতর থেকে মাসুরা পারভীনের শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
সপ্তদশ মিনিটে মনিকার কাটব্যাকে সাবিনার শট অনেকটা লাফিয়ে আঙুলের টোকায় ক্রসবারের উপর দিয়ে বের করে দেন মালয়েশিয়া গোলরক্ষক। প্রথমার্ধে এটাই ছিল বাংলাদেশের সেরা সুযোগ। এরপর মনিকার কর্নারে আঁখির হেডও যায় ক্রসবারের উপর দিয়ে।
বিরতির পরও খেলা এগিয়েছে একইভাবে। দ্বিতীয়ার্ধে সিরাত জাহান স্বপ্নার বদলি নামেন ঋতুপর্না চাকমা। ৬০তম মিনিটে কৃষ্ণার ক্রসে সানজিদা পা ছোঁয়াতে পারেননি। একটু পরই সানজিদাকে তুলে শামসুন্নাহার জুনিয়রকে নামান ছোটন।
৭১তম মিনিটে মনিকার কর্নারের পর বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে যান মারিয়া মান্দা। এই মিডফিল্ডারের শট বাইরে যাওয়ার আগে পা ছোঁয়ানোর চেষ্টা করেও পারেননি মাসুরা পারভীন। ছয় মিনিট পর মালয়েশিয়ার ফরোয়ার্ড হেনেরিতা জাস্টিনের শট সরাসরি যায় গোলরক্ষক রুপনা চাকমার কাছে। ৮৫তম মিনিটে কৃষ্ণার শট সরাসরি জমে যায় মালয়েশিয়া গোলরক্ষকের গ্লাভসে। ছয় মিনিট যোগ করা সময়ের শুরুতে মনিকার শট ক্রসবারের অনেক উপর দিয়ে যায়।
ম্যাচ জুড়ে সফরকারী দলের খেলোয়াড়রা বারবার চোট পেয়েছে। তাতে ব্যহত হয় খেলার স্বাভাবিক গতি। তবে বড় চোট শঙ্কার মাঝেও এ ধাক্কাই সফলভাবেই ঘর আগলে রেখে মাঠ ছাড়ে মালয়েশিয়া। ড্র করেও সিরিজ জয়ের আনন্দে ভাসে স্বাগতিকরা।