বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

অবসান হয়েছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনার। মুমিনুল হকের অধিনায়কত্ব ছাড়ার পর জোর গুঞ্জন ছিল টেস্টে আবার অধিনায়ক হিসেবে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে সাদা পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব ও সহ অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস।

বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। ২৭ মাস ধরে ঘরের মাঠে কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি টাইগাররা। সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ হারার পর প্রশ্ন উঠছে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫ এ নিজ গাড়িতে পাপনের গুলশানস্থ বাসায় যান অধিনায়ক মুমিনুল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এক বৈঠকের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তারপর থেকেই গুঞ্জন শুরু হয় সাকিব ফিরে পেতে যাচ্ছেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সে গুঞ্জন আজ সত্যি হল। অধিনায়ক হিসেবে এতোটা সফল ছিলেন না বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। দলের দায়ভার নেওয়ার পর তার ব্যাট যেন হাস্তেই ভুলে গিয়েছিল।

সর্বশেষ ১০ ইনিংসে ২ অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র ২ বার। সেই স্কোর দু’টিও মাত্র ৩৭ ও ১৩ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। রান করেছেন যথাক্রমে ০, ৯, ২, ৫, ৬, ২, ০।

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০-এর বেশি গড় অর্জন করা মুমিনুল বাজে ফর্মে গড় নামিয়েছেন ৪০-এর নিচে। একটা লম্বা সময় সর্বোচ্চ টেস্ট গড়ের মালিক ছিলেন তিনি।

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। এবার শ্রীলঙ্কা সিরিজের পর ছাড়লেন অধিনায়কের দায়িত্ব।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের গল্প। অপরদিকে সহ অধিনায়ক হিসেবে ক্যারিবিয় দ্বীপে নিজের যাত্রা শুরু করবেন লিটন দাস।

Scroll to Top