প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে। দলের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন নেইমার। এছাড়া একটি করে গোল করেন রিচার্লিসন, ফিলিপ কৌতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

আজ বৃহস্পতিবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। ফ্রেডের অ্যাসিস্টে দক্ষিণ কোরিয়ার জালে বল লক্ষ্যভেদ করেন রিচার্লিসন।

তবে ম্যাচের ৩১তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে। বাম প্রান্ত থেকে আসা বল পেয়ে ব্রাজিল গোলরক্ষক ওয়েভার্টনকে পরাস্ত করেন হাং উই জু।

বিরতির আগেই অবশ্য পেনাল্টি গোলে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ৪২তম মিনিটে গোলটি করেন পিএসজি তারকা। তিন মিনিট আগে ব্রাজিলের আলেক্স সান্দোকে ফাউল করেন লি ইয়ং। পরে সফরকারী ফুটবলারদের আবেদনে ভিএআর দেখেন রেফারি। সেখান থেকেই পেনাল্টির নির্দেশ দেন তিনি।

দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পরেই ব্রাজিলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন নেইমার। এবারও দলের সেরা তারকা স্পট কিক থেকে গোল করেন।

৮০তম মিনিটে কৌতিনহো গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জেসুস দক্ষিণ কোরিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন।

Scroll to Top