ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা খেলেছে দারুণ এক ম্যাচ। ইতালির বিপক্ষে গতরাতে আলবিসেলেস্তেরা ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন।
সেই ম্যাচ শেষে যখন আর্জেন্টিনা সমর্থকরা তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব।
বাংলাদেশ সময় বিকাল ৫টায় ব্রাজিল মাঠে নামছে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
প্রীতি ম্যাচটি দেখা যাবে টিভিতে beIN Sports 3 চ্যানেলে। এ ছাড়া fuboTV লাইভ স্ট্রিমে।
প্রীতি ম্যাচ হলেও এটি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের আগ্রহের শেষ নেই। তারাও চান নীল-সাদাদের মতো হলুদ জার্সির রঙে রঙিন হতে।
ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেননি সেলেকাওরা। জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে নেইমারের দল।
দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ
সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার ও রিচার্লিসন।