শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিন তাইজুল ইসলাম লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে বল ছুড়ে মারায় শাস্তি পেলেন। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি এই স্পিনারকে, পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে,তাইজুল আচরণবিধি ১-এর ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন।
মিরপুরে ম্যাচের তৃতীয় দিনে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৬৯তম ওভারে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল স্ট্রাইক প্রান্তে থাকা ম্যাথিউসের দিকে ছুড়ে মারেন তাইজুল। তবে ম্যাথুস পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ারও কোনো চেষ্টা ছিল না তার।
অন ফিল্ড আম্পায়ারের কাছে বিষয়টি অখেলোয়াড়সুলভ মনে হওয়ায় তাইজুলকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তবে শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় শুনানির প্রয়োজন পড়েনি।