মোহামেদ সালাহ পরিচিত শান্তশিষ্ট ফুটবলার হিসেবেই। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে পেয়ে শান্তশিষ্ট সালাহ নিজের সেই স্বভাবকে একপাশে ঠেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনজেমাদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন। রাতে ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচের পরপরই এক টুইটে সালাহ লিখেছেন, \’আমাদের কিছু হিসাব-নিকাশ বাকি আছে।\’
একদিন আগেই লিভারপুল ফাইনালে উঠার পর মিশরীয় এ ফরোয়ার্ড সঙ্গী হিসেবে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন, তার সেই ইচ্ছাও গতকাল পূরণ হয়েছে। আগামী ২৯ মে বাংলাদেশ সময় রাত একটায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।
২০১৮ চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই দুই দল মুখোমুখি হয়েছিল। সেদিন রিয়ালের ৩-১ গোলের জয়ে লিভারপুল গোলকিপার লরিস কারিয়াসের দুই ভয়ংকর ভুলের পাশাপাশি বড় ছবি হয়ে ছিল ম্যাচের ১৮ মিনিটেই রিয়াল ডিফেন্ডার সের্হিও রামোসের কড়া ট্যাকলে সালাহর কাঁধে চোট পাওয়া।
ওই মৌসুমে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই অবিশ্বাস্য ছন্দে থাকা সালাহ ওই চোটে একে তো নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে পারেননি, তারওপর কদিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপেও মিশরের জার্সিতে সালাহর খেলা সংশয়ে পড়ে যায়। সেদিন কান্নায় মাঠ ছাড়েন সালাহ।
সে চোটের কারণ মিশরের হয়ে ২০১৮ বিশ্বকাপে খেলাও কিছু সময়ের জন্য অনিশ্চিত হয়ে গিয়েছিল তার। শেষ পর্যন্ত অবশ্য দেশের হয়ে বিশ্বকাপে খেলতে পেরেছিলেন সালাহ।