বেনজেমার দুই পেনাল্টি মিসেও শিরোপার খুব কাছাকাছি রিয়াল

৩৫তম লা লিগা শিরোপা ঘরে তুলতে রিয়াল মাদ্রিদের প্রয়োজন আর মাত্র চার পয়েন্ট। করিম বেনজেমার দুই পেনাল্টি মিসের পরও ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়ে লস ব্লাঙ্কোসরা শিরোপার নিশ্বাস দূরত্বে চলে এসেছে।

১২তম মিনিটে ডেভিড আলাবার গোলে রিযাল এগিয়ে যায়। তবে পরের মিনিটে ঘরের মাঠের সমর্থকদের মনে স্বস্তি ফেরায় ওসাসুনা। গোল শোধ দেন আন্তে বুদিমির। তবে বিরতিতে যাওয়ার আগেই ফের এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধের শেষ মিনিটে জাল খুঁজে নেন মার্কো আসানসিও।

এরপর জোড়া পেনাল্টি মিস করেন বেনজেমা। ৫২ ও ৫৯তম মিনিটে দু’বার স্পট-কিক থেকে বল জালে পাঠাতে ব্যর্থ হন দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভে দু’বারই বেনজেমাকে হতাশ করেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা। সেই সঙ্গে চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৪০ ম্যাচে ৪০ গোল করা হলো না বেনজেমার।

তবে এরপরও দাপুটে জয় আটকায়নি স্প্যানিশ জায়ান্টদের। অতিরিক্ত ষষ্ঠ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে রিয়ালের তৃতীয় গোলটি করেন লুকাস ভাজেকুয়েজ।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে এলো শীর্ষে থাকা রিয়াল। তালিকার দুইয়ে উঠে আসা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ১৭ পয়েন্ট ব্যবধান।

Scroll to Top