আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে বাংলাদেশ ছয় নম্বরে উঠে এসেছে। দুই দলেরই সমান ৯৩ পয়েন্ট। পাকিস্তান রেটিং পয়েন্টে পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ছিল সাত নম্বর স্থানে। গতকাল মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্টও কমে যায় তাদের। এতে তারা নেমে যায় র্যাঙ্কিংয়ের সাত নম্বর স্থানে। পাকিস্তান রেটিং পয়েন্ট হারানোর ছয় নম্বরে উঠে আসে বাংলাদেশ।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তাহলে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থানে উঠে আসবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ছয়ে বাংলাদেশ, সাতে পাকিস্তান। আট নম্বরে শ্রীলঙ্কা, নয় নাম্বারে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।