মর্যাদার লড়াইয়ে এতদিন শুধু রিয়াল মাদ্রিদেরই আধিপত্য ছিল। সর্বশেষ ৫ এল ক্লাসিকোতে রিয়েল বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে। গতকাল রবিবারও এমন কিছুই প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু জাভি হার্নান্দেজের বার্সেলোনা উপহার দিলো অভাবিত নৈপুণ্য। লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে কাতালানরা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচের কেন্দ্রীয় চরিত্র ছিলেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। জোড়া গোলের পর বানিয়ে দিয়েছেন একটি। আউবামেয়াংয়ের ২৯ মিনিটে করা প্রথম গোলটি আবার উসমান দেম্বেলের বানিয়ে দেওয়া। তার ক্রস থেকে হেড করেছেন গেবন ফরোয়ার্ড। ৩৮ মিনিটে দেম্বেলের দেওয়া ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়িয়েছেন রোনাল্ড আরোহো। ৪৭ মিনিটে তোরেসের করা গোলটিতে ফ্লিক করেছিলেন আউবামেয়াং। পরে ৫১ মিনিটে সাবেক এই আর্সেনাল স্ট্রাইকারের জোড়া গোল পেতে অ্যাসিস্ট করেন তোরেস।
জাভির মন্ত্রে পুনরুজ্জীবিত বার্সেলোনা এখন ১২ ম্যাচ অপরাজিত। পয়েন্ট টেবিলের তিনে উঠায় শিরোপা জয়ের পথে টিকে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বার্সার এই কোচ, ‘আমি বলতে পারছি না শিরোপা জিততে পারবো কিনা। তবে কোনও ধরনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। হয়তো আমরা অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এই জয়টা অনেক বড় আমাদের জন্য।’
আধিপত্য বিস্তার করে খেলা বার্সা আরও গোলও পেতে পারতো। তাদের সেই সম্ভাবনায় বাধা হয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলকিপার কুর্তোয়া! সেভ করেছেন ৬টি। এমন উজ্জীবিত পারফরম্যান্সের পর বার্সা মিডফিল্ডার সের্হিয়ো বুশকেৎজও কোচের সুরে গলা মিলিয়ে বলেছেন, ‘যদি শিরোপা জয়ের পথে টিকে থাকার সামান্যতম সুযোগও থাকে। তাহলে আমরা শেষ পর্যন্ত সবটুকু উজাড় করে দেবো। যদিও এটা কঠিন, কিন্তু ফুটবলে যে কোনও কিছুই হতে পারে। আর আমরা বার্সা।’
অবশ্য এমন স্বপ্ন দেখার পেছনে আলাদা প্রেরণাও কাজ করছে। মাদ্রিদের এই দলটির বিপক্ষে বার্সার জয়টা এসেছে ২০১৯ সালের পর। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে তারা উঠে গেছে তিনে। দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে এখন মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে তারা। ২৮ ম্যাচে বার্সার সংগ্রহ ৫৪ পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার ৫৭। রিয়াল মাদ্রিদ অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট।