আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। আজ সোমবার সন্ধ্যায় বিসিবি দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। যেখানে দলে ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। আর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী।
এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়ারদের মধ্যে বাদ পড়েছেন- আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।
মিরপুর শের-ই-বাংলায় আগামী ২ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।