চ্যাম্পিয়ন বসুন্ধরা হারল নবাগতদের কাছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)-এর উদ্বোধনী ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। নেডো তুরকোভিচ একাই দুই গোল করে কিংসের লজ্জায় ডোবান।

নানা নাটকীয়তা শেষে মাঠে ফিরেছে ঘরোয়া আসরে বাংলাদেশ ফুটবলের বড় আসর বিপিএল। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আসরের উদ্বোধনী ম্যাচের নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে যেন বড় ধাক্কাটাই খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

আসরে স্বাধীনতা ক্রীড়া সংঘ এবার প্রথমবার পা রেখেছে। অন্যদিকে টানা দুবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা এবার হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার প্রত্যয় নিয়ে আসরটি শুরু করেছে।

তবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হার যেন বলে দেয় কিংস বাহিনী দমে গেছে। চ্যাম্পিয়নরা ম্যাচে প্রথম ধাক্কাটা খায় ২৫ মিনিটে। ডি বক্সে স্বাধীনতার স্ট্রাইকারকে ফাউল করে ভুলের খেসারত দেন জিকোরা। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি বসনিয়ান স্ট্রাইকার নেডো তুরকোভিচ। বল ঠেকিয়ে দলকে এ যাত্রায় উদ্ধার করতে পারেননি দেশসেরা গোলরক্ষক জিকো।

মেজাজ হারানো কিংস বাহিনী সমতায় তো ফিরতেই পারেনি; বরং হলুদ কার্ডের দেখা পেয়েছে দুটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের ধাক্কা খায় কিংস। এবারও আক্রমণে বসনিয়ান তারকা। জিল্লুর রহমানের পাস থেকে প্রতিপক্ষের জালে দ্বিতীয় আঘাত হানেন তুরকোভিচ। শেষার্ধে একের পর এক ফুটবলার অদলবদল করেও গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা।

ম্যাচের ৭৩ মিনিটে তৌহিদুল আলম সবুজ অবশ্য কিংসকে কিছুটা স্বস্তি এনে দেন। দূরপাল্লার শটে ভেদ করেন স্বাধীনতার জাল। শেষ পর্যন্ত অবশ্য বসুন্ধরাকে রুখে দিতে সক্ষম হয় নবাগত দলটি। ২-১ গোলের জয় নিয়ে আসরে শুভসূচনা করে তারা।

এদিকে বসুন্ধরা কিংসের মাঠ বাতিল হওয়ায় দেড় মাসে ৩২টি খেলা পড়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে, যা আর্চারির এই স্টেডিয়ামে আর্চারদের নিবিড় প্রশিক্ষণে বিঘ্ন ঘটাবে। প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আর্চারি ফেডারেশন। তাদের দাবি, জোর খাটিয়ে বাফুফে তাদের কাছ থেকে মাঠ নিয়ে গেছে।

টঙ্গীর এই মাঠটি দীর্ঘদিন থেকে আর্চাররা ব্যবহার করছেন। এ বছর আটটিরও বেশি টুর্নামেন্ট খেলবে আর্চাররা। যার মধ্যে রয়েছে এশিয়ান গেমস ও বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টগুলোর জন্য প্রতিদিন দুই বেলা করে অনুশীলন করছেন আর্চাররা। যাতে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে প্রতিকার চেয়েছে আর্চারি ফেডারেশন। এত বেশি ম্যাচ হওয়ায় মাঠ নষ্টের আশঙ্কা করছেন কর্তারা। কোনো প্রকার মীমাংসা না করেই বাফুফে আর্চারির মাঠ দখল করেছে দাবি ফেডারেশনের সভাপতির।

Scroll to Top