লেভান্ডভস্কির রেকর্ডের দিনে বায়ার্নের বড় জয়

বুন্ডেসলিগায় হ্যাটট্রিক করে দারুণ এক কীর্তি গড়েছেন রবার্ট লেভান্ডভস্কি। প্রতিযোগিতাটিতে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই পোলিশ তারকা। তার হ্যাটট্রিকেই কোলনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন।

ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোলের দেখা পান লেভান্ডভস্কি। কোরোঁতাঁ তোলিসো ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৬২তম মিনিটে লেরয় সানের বাড়ানো থ্রু বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত মৌসুমে অসাধারণ খেলা রবার্ট। এছাড়া ম্যাচের ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে ৩০০ গোলের ক্লাবে যোগ দেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রতিযোগিতাটির ইতিহাসে তার চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলারের (৩৬৫)। জার্মান বুন্ডেসলিগায় ১৯ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে টানা ৯ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৬। আর ডর্টমুন্ডের পয়েন্ট ৪০।

Scroll to Top