দেশ পেল নতুন দ্রুততম মানব ও মানবী

জাতীয় অ্যাথলেটিকসে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল এবং দ্রুততম মানবী শিরিন আক্তারকে সিংহাসন হতে হটিয়ে দিয়েছেন অন্য দুই অ্যাথলেট। ইংল্যান্ড হতে আসা ইমরানুর রহমান হটিয়েছেন ইসমাইলকে আর বিকেএসপির সুমাইয়া দেওয়ান হাটিয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তারকে। ১১ বার জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবীর খেতাব জয় করেছিলেন শিরিন আক্তার। সেই শিরিনকে সরিয়ে সিংহাসনে বসলেন সুমাইয়া দেওয়ান।

ইমরানুর রহমান থাকেন ইংল্যান্ডে। ঢাকায় আগেও এসেছিলেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু তাকে ইংল্যান্ড হতে ঢাকায় এনে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখনই বলা হয়েছিল জাতীয় অ্যাথলেটিকসে খেলবেন ইমরানুর রহমান। গতকাল বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার স্পি্রনে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান দ্রুততম মানবের খেতাব জয় করেছেন। হারিয়েছেন গত বারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে। ইমরানুর রহমান ১০-.৫০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ইসমাইল এবার তৃতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ১০.৬৯। দ্বিতীয় হয়েছেন রাকিবুল হাসান। তিনি সময় নিয়েছেন ১০.৬৬ সেকেন্ড। গতকাল আর্মি স্টেডিয়ামে আরো একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। হাই জাম্প নারী ইভেন্টে ১.৭১ উচ্চতায় লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন নৌবাহিনীর উম্মে হাফসা রুমকি। আগের রেকর্ডটি ছিল ঋতু আক্তারের।

ইমরানুর রহমান অনুশীলনে ছিলেন। আর ইসমাইল নিষেধাজ্ঞায় পড়ে তিনি অনুশীলনে মন দিতে পারেননি। তাই পারফরম্যান্স এতো বাজে হয়েছে বলে মনে করছেন। তাছাড়া ইমরানুর রহমান ইংল্যান্ডে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রস্ত্ততি নিয়েছেন। যেটা পাবার কোনো সুযোগ নেই ইসমাইলের। ইলেকট্রনিক টাইমে ইমরানুর রহমান শুধু ইসমাইলকেই পেছনে ফেলেননি ১৯৯৯ সালে গড়া দেশের সেরা স্পি্রন্টার সড়ক দুর্ঘটনায় নিহত মাহবুব আলমের রেকর্ড (১০.৫৪) ভেঙেছেন।

জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুর রহমান সেনাবাহিনীর জার্সি গায়ে লড়াই করেছেন। তার বর্তমান বয়স ২৮। ১৬ বছর বয়সে ইংল্যান্ডে অ্যাথলেটিকসে যাত্রা শুরু করে ২০১৪ ও ২০১৬ সালে ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্পি্রন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

Scroll to Top