টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র দুইবার এমন ঘটনা ঘটেছে। আরও একবার এমন ঘটনার সাক্ষী হলো বিশ্ব। একজন বোলার এক ইনিংসেই প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছেন। মুম্বাইয়ে চলমান টেস্টে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে এই বিরল কৃতীত্ব গড়েছেন।
তার স্পিন জাদুতে নিজেদের প্রথম ইনিংসে ভারত মাত্র ৩২৫ রানে অলআউট হয়ে গেছে। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল করেছেন সর্বোচ্চ ১৫০ রান। এছাড়া আক্সার প্যাটেল ৫২, শুভমান গিল ৪৪, সাহা ২৭ ও শ্রেয়াস আয়ার ১৮ রান করেন। ভারতের সবকটি অর্থাৎ ১০টি উইকেট একাই শিকার করেছেন এজাজ প্যাটেল। ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান খরচায় উইকেটগুলো সংগ্রহ করেন তিনি।
এক ইনিংসে সর্বপ্রথম ১০ উইকেট শিকার করা বোলার ইংল্যান্ডের জেসি লেকার। তিনি ১৯৫৬ সালের ২৬ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিরল রেকর্ড গড়েছিলেন। এরও ৪৩ বছর পর ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি তার রেকর্ডে ভাগ বসান ভারতের অনিল কুম্বলে। তিনি দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে এই অর্জন করেন।