টেস্ট ম্যাচের টিকেটে দিনকে রাত বানাল বিসিবি

পাকিস্তানের বিপক্ষে রঙিন পোশাকে হারের বৃত্তে থাকা বাংলাদেশ এবার মিশন সাদা পোশাকে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে শুরু হয়েছে প্রথম টেস্ট। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের শনির দশা যেন পিছু ছাড়ছে না।

দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু থেকে দলের খারাপ পারফর্ম্যান্স, দল নির্বাচনসহ নানান অব্যবস্থাপনায় জর্জরিত।

এবার ক্রিকেটপ্রেমীদের চোখে খেলা শুরুর একদিন আগে টিকেটে ভুল ধরা পড়ে। টিকেটে এবার দিনকে রাত বানিয়ে ফেলল বিসিবি।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়েছে প্রথম টেস্ট। কিন্তু ‘বিসিবির ছাপানো প্রথম দিনের টিকেটে ‘এএম’-এর জায়গায় ‘পিএম’ ছাপা হয়েছে। টিকেটে লেখা আছে খেলা শুরু ‘টেন পিএম’ অর্থাৎ রাত ১০টায়। ইতোমধ্যে টিকেট বিক্রি হয়ে পৌঁছে গেছে দর্শকের হাতে হাতে। আর তখনই ধরা পড়ে মস্ত বড় এই ভুলটি।

দ্রুতই এই টিকেটের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা এতে বিসিবির অব্যাস্থাপনাকে দায়ী করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসও দিচ্ছেন।এটা নিয়ে চলছে হাসি-ঠাট্টা।

Scroll to Top