শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। দলের হয়ে ১৪১ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন শারমিন। তা ছাড়া মুর্শিদা খাতুন ৪৭, নিগার সুলতানা (ক্যা)† ৩৩, ফারজানা হক ৬৭ ও লতা মন্ডল অপরাজিত থাকেন ১৭ রানে।
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৯ উইকেটে সর্বোচ্চ ২১১ রান করে ছিল বাংলাদেশ নারী দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংগ্রহ ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩ রান। সালমা ও রুমানা ২ টি করে উইকেট লাভ করেন।