২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার সাথে আয়োজক হিসেবে ছিল। এছাড়া বাংলাদেশ এককভাবে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল।
গতকাল ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সাদা বলের বৈশ্বিক সকল টুর্নামেন্টের আয়োজক আইসিসির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক হবে ভারত ও শ্রীলঙ্কা।
২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর ১২ মাস পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে আয়োজক হিসেবে থাকবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
আর, ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে অক্টোবর-নভেম্বর মাসে।