সাকিবের এক ওভারে ৩০ রান! নিজের রেকর্ডই আবার ছুঁলেন

৬, ৬, ৬, ০, ৬, ৬! মিরপুরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ঝড় তুললেন সাকিবের বলে। সাকিবের এক ওভারে ৫ ছক্কা হাাঁকিয়ে ক্রিস্টিয়ান তুলে নিয়েছেন ৩০ রান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। সবগুলো বলই পেয়েছিলেন জায়গা মতো, একেবারে ব্যাটের সামনে। যে একটি বল মিস করেছেন, সেটিও ফুললেংথেই ছিল, তবে টার্ন করে বেরিয়ে যাওয়াই ব্যাট লাগাতে পারেননি ক্রিস্টিয়ান।

এই খরুচে ওভার দিয়ে সাকিব নিজের রেকর্ডই আবার ছুঁলেন। এর আগে ২০১৯ সালে এ মাঠেই রায়ান বার্ল সাকিবের এক ওভারে তুলেছিলেন ৩০ রানই। তবে সেবার অবশ্য তিন ছক্কার সঙ্গে হয়েছিল তিনটি চার। ফলে ক্যারিয়ারে এক ওভারে পাঁচটি ছয় সাকিবের ওভারে এল এই প্রথমবার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে বাংলাদেশের ব্যাটিং দুর্গ এলোমেলো হয়ে যায়। শুরুতে জশ হ্যাজলউড, মাঝে মিচেল সোয়েপসনের পর শেষদিক অ্যাশটন অ্যাগার, অ্যান্ড্রু টাইয়ের তোপে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে স্বল্প পুঁজি নিয়েও বল হাতে এদিনও আশা দেখান মেহেদী হাসান। প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েডকে ফেরান এই তরুণ তুর্কি। চার ম্যাচে এ নিয়ে তিনবারই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী।

মেহেদীর পর উইকেটের দেখা পান নাসুম আর মুস্তাফিজও। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অস্ট্রেলিয়ার রানের চাকার গতিরোধ করতে পারেনি টিম টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার সৌম্য সরকার আবারও ফিরেছেন এক অঙ্কেই। ২, ০, ২, ৮- চার ম্যাচে সৌম্য সরকারের স্কোর। আজ (৭ আগস্ট) ব্যাট করতে নেমে অজি পেসার টার্নারকে প্রথমে একটা ছয় মারলেন ঠিকই, তবে টিকতে পারলেন না বেশীক্ষণ। জশ হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে খাড়া ওপরের দিকে ক্যাচ তুলে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন তিনি। ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

টানা তিন ম্যাচে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে রান পায়নি। হোয়াইট ওয়াশের মিশনে চতুর্থ ম্যাচে শনিবার (৭ আগস্ট) মাঠে নামার আগে তাই পরপর ব্যর্থ সৌম্য সরকার ও নাঈমের একাদশে সুযোগ পাওয়া নিয়েই একপ্রকার সন্দেহ ছিলো। তবে এদিন আবারও ব্যাট হাতে ব্যর্থ সৌম্য।
অন্যদিকে, এ সিরিজে এখন পর্যন্ত সেভাবে সুবিধা করতে পারেননি মোহাম্মদ নাঈম। জশ হ্যাজলউডের প্রথম ওভারে আজ মারলেন দুটি চার। প্রথমটি পুল করে, পরেরটি কাট করে। তাই বলা যায় ইতিবাচকই শুরু পেয়েছেন নাঈম। পাওয়ার প্লে-তে বাংলাদেশ সংগ্রহ করে ১ উইকেটে ৩০ রান।

Scroll to Top