বাজারে আসল ফিফা গেমসের নতুন সংস্করণ ফিফা-১৮। নব্বই দশক থেকে শুরু করা এই গেমস রেটিংয়ের ভিত্তিতে তৈরি করেছে সর্বকালের সেরা একাদশ। ফিফার এবারের সংস্করণের বিস্ময় হল সর্বকালের সেরা একাদশে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেলেও, পাননি বার্সেলোনার লিওনেল মেসি!
ফিফা গেমস কতৃপক্ষ জানাচ্ছে, ৯৪ পয়েন্ট পাওয়া রোনালদোর চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। সব সংস্করণ মিলিয়ে একাদশ তৈরি করতে গিয়েই বাদ পড়েছেন মেসি।
একাদশে ডান উইংয়ে মেসির জায়গা নিয়েছেন আরেক আর্জেন্টাইন লুইস ফিগো। জায়গা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর। ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদানও আছেন। মূলত, এখন পর্যন্ত ফিফা গেমসে নিজ নিজ পজিশনে যারা সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন তাদেরকেই জায়গা দেওয়া হয়েছে এখানে।
ফিফা ১৮তম সংস্করণে রেটিংয়ের ভিত্তিতে সর্বকালের সেরা একাদশ:
জিয়ানলুইজি বুফন (রেটিং-৯৭)- গোলরক্ষক
লিলিয়ান থুরাম (রেটিং-৯২)- রাইটব্যাক
ফার্নান্দো হিয়েরও (রেটিং-৯৪)- সেন্টার ব্যাক
আলেসান্দ্রে নেস্তা (রেটিং-৯৪)- সেন্টার ব্যাক
রবার্তো কার্লোস (রেটিং-৯৪)- লেফট ব্যাক
লুইস ফিগো (রেটিং-৯৭)- রাইট উইঙ্গার
মাত্তেও ব্রিঘি (রেটিং-৯৭)- সেন্টার মিডফিল্ডার
জিনেদিন জিদান (রেটিং- ৯৬)- সেন্টার মিডফিল্ডার
রোনাল্ডো (রেটিং- ৯৮)- স্ট্রাইকার
ক্রিশ্চিয়ানো রোনালদো (রেটিং- ৯৪)- লেফট উইঙ্গার
থিয়েরি অঁরি (রেটিং-৯৭)- স্ট্রাইকার
মূল একাদশে জায়গা না পেলেও, বার্সার প্রাণভোমরা মেসির জায়গা হয়েছে অতিরিক্ত ফুটবলার হিসেবে। সেখানে তার সঙ্গী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো, লুসিও, অলিভার কান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি